খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধে কর্মশালা। আজ রবিবার জেলা প্রশাসক সভা কক্ষে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর মনতোষ কুমার দের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহাত আহমেদ, দুর্নীতি দমন কমিশন দিনাজপুরের উপ-পরিচালক আব্দুল করিম । কর্মশালায় অতিথিগণ ছাড়াও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। কর্মশালায় বক্তারা সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে গণসচেতনা ও সকল দুর্নীতি রোধে ঐক্য গড়ার আহ্বান জানান।