Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসীরা তলে তলে বড় ধরণের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাই শুধু মানববন্ধনের মতো কর্মসূচি দিয়ে তাদের প্রতিহত করা সম্ভব হবে না। তাদেরকে চিরতরে নির্মূল করতে অ্যাকশনধর্মী কর্মসূচি নেওয়া উচিৎ।
রোববার বিকেলে রাজধানীর আসাদগেটে ‘জঙ্গিবাদ ও গুপ্তহত্যা’র প্রতিবাদে আয়োজিত ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।
‘অ্যাকশনধর্মী কর্মসূচি’র ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, অ্যাকশনধর্মী কর্মসূচি দ্বারা অস্ত্র বুঝাচ্ছি না। এটা হতে পারে ৫০ হাজার থেকে একলাখ লোকের একসঙ্গে মিলিত হয়ে বড় ধরণের বিক্ষোভ মিছিল। আমি বোঝাতে চাচ্ছি খণ্ড-খণ্ড কর্মসূচি না দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষ, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সকল শক্তিকে একই প্লাটফর্মে নিয়ে এসে জঙ্গি ও গুপ্তহত্যাকারী এবং তাদের দোসরদের প্রতিহত করা। কারণ রাজনীতিতে প্রকাশ্য শত্রুর চেয়ে এই গোপনীয় শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর।
সরকার গুপ্তহত্যায় ভীত কিনা জানতে চাইলে কাদের বলেন, যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক হানাদারদের পরাজিত করে লাখো জীবনের বিনিময়ে একটি দেশ স্বাধীন করেছে, ক্রিকেটের মাধ্যমে বিশ্বে ব্যাপক পরিচিত লাভ করেছে তারা কখনো ভীত হতে পারে না। আপনারা কি কখনো প্রধানমন্ত্রীর বক্তব্যে, কথা-বার্তায় কোনো দুর্বলতা পেয়েছেন? আমরা ভীত হওয়ার জাতি নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা সকল শান্তিপ্রিয় মানুষ আছি। জঙ্গি, গুপ্তহত্যাকারী, এদের পেছনে যারা আছে, অর্থ যোগান দিচ্ছে তারা সকলেই পরাজিত হতে বাধ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ।
জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে রোববার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১৪ দল। এর মধ্যে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ১৯টি পয়েন্টে রাস্তার পাশে দাঁড়ায় ১৪ দলের নেতাকর্মীরা।