Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: মার্কিন নৌবাহিনী পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে দু’টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের ওপর বেইজিং’-এর দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালতের রুলিং দেয়ার আগে উত্তেজনা যখন তুঙ্গে তখন এই দুই বিমানবাহী রণতরী মোতায়েন করা হলো।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান ও ইউএসএস জন সি স্টিনিস এবং তাদের সঙ্গের যুদ্ধজাহাজগুলো ফিলিপাইন সাগরে বিমান প্রতিরক্ষা এবং নজরদারি মহড়া চালিয়েছে। মহড়ায় ১২ হাজার নৌসেনা, ১৪০টি বিমান এবং ছয়টি ছোট যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।
আন্তর্জাতিক পানিসীমায় এই মহড়া চালানো হয়েছে। যাতে দুটি স্ট্রাইক গ্রুপ অংশ নিয়েছে। উভয় গ্রুপেই বিমানবাহী জাহাজ মোতায়েন করা হয়। একাধিক বিমানবাহী রণতরী নিয়ে গঠিত স্ট্রাইক গ্রুপের কাছাকাছি থেকে অভিযান চালানোর ক্ষেত্রে আমেরিকার সক্ষমতা এতে ফুটে উঠেছে বলে দাবি করেছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ড।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরের ওপর অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বেইজিং এবং ম্যানিলার বিরোধের বিষয়ে হেগের জাতিসঙ্ঘ আদালত যখন শিগগিরই রায় দেবে বলে মনে করা হচ্ছে তখন ওই এলাকায় শক্তি প্রদর্শন করল আমেরিকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, এই মহড়ার মাধ্যমে আমেরিকা যে বার্তা দিয়েছে তা অত্যন্ত পরিষ্কার এবং এ মহড়া এ সময়ে চালানোর বিষয়টিও ইচ্ছা করেই ঠিক করা হয়েছে।