খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: খন প্যান্ট থেকেই বিদ্যুৎ উৎপন্ন হবে। আর এ ধরনের প্যান্ট পরবেন মার্কিন নৌ সেনারা। বিজ্ঞানীরা এমন একটি প্যান্ট তৈরি করেছেন, যা পরে হাঁটলে বিদ্যুৎ উৎপন্ন হবে। শুধু তাই নয়, সেই বিদ্যুৎ দিয়ে চারটি স্মার্টফোনও চার্জ দিতে পারবেন সেনারা।
ওই প্যান্টের নাম দেয়া হয়েছে ‘পাওয়ার ওয়াক’। এ প্যান্টের জন্মদাতা কানাডিয়ান সংস্থা বায়োনিক পাওয়ার জানিয়েছে, এ প্যান্ট পরে এক ঘণ্টা হাঁটলে ১০ থেকে ১২ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।
এতে কোনো প্রত্যন্ত অঞ্চলে অভিযানে গেলে সেনাদের ভারি ব্যাটারি বহনের হাত থেকে রক্ষা পাবে। এ প্যান্টটির মাধ্যমে সেনারা ৭২ ঘণ্টা বিদ্যুৎ পাবেন।