খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: তাঁর অধীনে গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ পরবর্তী সময়ে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আশাতীত সাফল্য পেয়েছিল বাংলাদেশ, চন্ডিকা হাথুরুসিংহের অধীনেই।
শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংহে সেই পুরস্কার পেলেন এবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাঁর মেয়াদ বাড়িয়েছে। আজ রোববার দুপুরে বিসিবির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গেই থাকছেন হাথুরুসিংহে। শুধু তাই নয়, পুরো কোচিং স্টাফের সঙ্গেই ২০১৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে।’
২০১৪ সালের এই মে মাসেই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পান শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পাওয়ার পর ধারাবাহিকভাবে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন। বিসিবি সেই পুরস্কার দিয়েছে তাঁকে।
সভায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মৌসুমের ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়েছে। জালাল ইউনুসকে প্রধান করে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি অনুমোদন দিয়েছে বিসিবি।
এ ছাড়াও প্রিমিয়ার লিগে খেলা যেসব ক্লাব এখনো খেলোয়াড়দের ৬০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেনি তাদের ৭২ ঘণ্টা সময় বেধে দিয়েছে বিসিবি।