খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: এবার ঈদের সময় টানা নয় দিন বন্ধ থাকবে বাংলাদেশের দুই পুঁজিবাজার।
লেনদেন বন্ধের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাপ্তরিক কাজও এই সময়ে বন্ধ থাকবে।
ঈদুল ফিতরের আগে শেষ লেনদেন হবে আগামী ৩০ জুন। এরপর নয় দিন বন্ধের পর ১০ জুলাই লেনদেনে ফিরবে ডিএসই ও সিএসই।
ডিএসইর মহাব্যবস্থাপক (জনসংযোগ) শফিকুর রহমান রোববার বলেন, “ডিএসইর পক্ষ থেকে শুধু ৪ জুলাই ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শবে কদর, ঈদের ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে অন্য আট দিন বন্ধ থাকবে।”
ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কাজ আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
রোজায় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা দাপ্তরিক কাজ এবং সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলছে।