Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: নওগাঁ: নাশকতা-গুপ্তহত্যা প্রতিরোধ ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভা নওগাঁর মান্দায় রোববার দুপুরে থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মান্দা থানা পুলিশিং কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, থানার তদন্ত ইন্সপেক্টর কামরুল ইসলাম, উপজেলা কোর্ট মসজিদের ইমাম মাওলানা রিয়াজুল হক কাসেমী, বড়বেলালদহ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রবীণ কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অনুপ কুমার কুন্ডু প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, পুজা মন্ডপের পুরোহিত, সেবায়েত, উপজেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থাকলেও মান্দা উপজেলা প্রেস ক্লাবের কোন সাংবাদিকদের সেখানে আমন্ত্রণ জানানো হয়নি।