Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

thakurgaonখোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও রোড খিলাফাতী খানকাহ শরীফে হযরত একাদশ খালিফা মুহাম্মদ শামসুজ্জাহা (সাঃ) জন্ম উৎসবে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে রবিবার ১৩ই রমজান। ঠাকুরগাঁও রোড খিলাফাতী ইসলাম নগরের পীর হযরত গুলাম নাকশাবান্দ উলুব্বীর পিতা মুহাম্মদ শামসুজ্জুহা(সাঃ)’র জন্ম উৎসব পীরের মুরিদবৃন্দ বিপুল উৎসাহ উদ্দীপনায় পালন করেছে দিবসটি। এরই অংশ হিসেবে সারা সমস্ত খানকাহ শরীফ জুড়ে আলোকসজ্জা, ইসলামী সংগীত, আনন্দ শোভাযাত্রা সহ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে পীর হযরত গুলাম নাকশাবান্দ উলুব্বী মুরিদদের উদ্দেশ্যে হযরত একাদশ খালিফা মুহাম্মদ শামসুজ্জাহা (সাঃ)’র বর্ণাঠ্য জীবনীর আলোকপাত করেন সর্বময় মুরিদ গণ ও আগত হাজারো মানুষের মাঝে। সবশেষে মুরিদ ও আগতদের মাঝে তবরক বিতরন করা হয়।