Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দবাদ মোড়ে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ সকাল সাড়ে আট টার দিকে এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল জানান। তিনি আরও বলেন, দর্শনা থেকে একটি পাথরবাহী ট্রেন সয়দবাদ পৌছার পর পাথর আনলোড করে ঘুরানোর সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ কারনে ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন রওনা হয়েছে। ১২টা নাগাদ সেটি ঘটনাস্থলে পৌছবে।