খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: বিমা খাতের কোম্পানির সেবা সব স্তরে ছড়িয়ে দিতে দেশের আটটি বিভাগে মেলার আয়োজন করবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা (আইডিআরএ)।
বিমা সম্পর্কে ভুল ধারণা দূর করা, কোম্পানিগুলোর পণ্য ও সেবা তুলে ধরা ও মেলার মাধ্যমে দেশে বিমার সেবা ছড়িয়ে দিতে এ পরিকল্পনা করেছে সংস্থাটি।
এ লক্ষ্যে আইডিআরের সদস্য সুলতানুল আবেদীন মোল্লাকে আহ্বায়ক করে একটি টিম কাজ করছে বলে আইডিআরএ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আগামী অক্টোবর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত চার মাসে দেশের আটটি বিভাগীয় শহরে এ মেলার আয়োজন করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে দুটি মেলা আয়োজনের কথা রয়েছে। এসব মেলা সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এরই মধ্যে কাজ শুরু করেছে আইডিআরএ।
এর আগে গত ২৩ মার্চ রাজধানীতে প্রথমবারের মতো বিমামেলা করা হয়। এর পর দেশব্যাপী আট বিভাগীয় শহরে এ মেলা উদযাপনের পরিকল্পনা জানানো হয়।
এ সম্পর্কে আইডিআরএর সদস্য জুবের আহমেদ খান বলেন, ‘প্রতি মাসে দুই বিভাগে মেলা আয়োজন করা হবে। মেলায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে সম্ভব্য বিমা গ্রাহকদের কাছে তুলে ধরবে। এ ছাড়া বিমা সম্পর্কে সাধারণ মানুষকে একটি স্বচ্ছ ধারণা দিতে নানা রকমের আয়োজন থাকবে। পলিসি বা পণ্য বিক্রি মেলার আয়োজনের লক্ষ্য নয়। এর মূল উদ্দেশ্য হবে বিমা পলিসি, পণ্য ও বিভিন্ন সেবার নানা দিক তুলে ধরা।’