Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করা হয়েছিল বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বিগত দিনে যারা দেশে রাজনৈতিক বিশৃখলা সৃষ্টির চেষ্টা করেছিল, তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
গত শনিবার উত্তরার দিয়াবাড়ীর খাল থেকে ৯৭টি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বেয়নেট উদ্ধার করে পুলিশ। আজ ডিএমপি মিডিয়া সেন্টারের নিয়ে আসা হয় এসব অস্ত্র।
ডিএমডিপ্রধান বলেন, সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা পেল নগরবাসী। তিনি জানান, পুলিশি তৎপরতার কারণে সন্ত্রাসী গোষ্ঠীটি অস্ত্রগুলো দিয়াবাড়ী এলাকায় ফেলে যায়। তিনি জানান, এ ঘটনার সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত।
এ ঘটনায় স্থানীয় থানায় দায়ের করা মামলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে বলে জানান আছাদুজ্জামান মিয়া।