খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: আফগানিস্তানের রাজধানী কাবুলে বাসে আত্মঘাতী বোমা হামলায় নেপালের ১৪ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। কাবুলের নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে। আফগান তালেবান হামলার দায় স্বীকার করেছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে জালালাবাদ শহরগামী মূল সড়কে বোমা হামলা চালানো হয়। আত্মঘাতী হামলার শিকার বাসটি নেপালি নিরাপত্তারক্ষীদের বহন করছিল। ওই নিরাপত্তারক্ষীরা কাবুলে অবস্থিত কানাডা দূতাবাসে কর্মরত ছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান কানাডা দূতাবাসে নেপালের কর্মীদের নিয়োগ দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানায়, বোমা হামলার পরপরই কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে।
কাবুলের পুলিশ জানায়, নিরাপত্তারক্ষীদের বাসস্থল কম্পাউন্ডের কাছে অপেক্ষা করছিলেন। বাসটি কম্পাউন্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
আফগান তালেবানের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করেন। পবিত্র রমজান মাস শুরুর পর আফগানিস্তানে এটিই প্রথম কোনো তালেবান হামলা। সর্বশেষ গত মাসে কাবুলের কাছে গজনিতে তালেবান জঙ্গিরা বোমা হামলা চালায়। ২০০১ সাল থেকে সরকারের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে তালেবান।
২০১৪ সালে আফগানিস্তানে ন্যাটো অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর পরও দেশটিতে প্রশিক্ষণ কার্যক্রম চালানোর লক্ষ্যে এক হাজার ৩০০ ন্যাটো সেনা অবস্থান করছে।
সম্প্রতি আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে তালেবানকে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে আফগানিস্তানে কোনো বিদেশি সেনা থাকা অবস্থায় আলোচনা হবে না বলে জানায় তালেবান।