খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের হলরুমে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সরকারী ব্যবস্থাপনায় হজ্জ যাত্রীদের হজ্জ ২০১৬ প্রশিক্ষন উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারী ব্যবস্থাপনায় হজ্জ যাত্রীদের হজ্জ ২০১৬ প্রশিক্ষন কমিটি আহবায়ক খাজা আহম্মেদ, রংপুর কোর্ট মসজিদের খতিব হাফিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য সরকারী ব্যবস্থাপনায় উক্ত প্রশিক্ষন কর্মশালায় রংপুর জেলায় ৫০২ হজ্জ যাত্রী অংশ গ্রহন করেন।