খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর :জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রোববার বিকেলে পৌর মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, পৌর সচিব আবু সাঈদ, পৌর প্রকৌশলী আব্দুল মালেক, ১নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ।