খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার রাতে পৌর এলাকার সাতপোয়া ও রোববার সকালে ডোয়াইল ইউনিয়নের গ্রাম নিখাইয়ে বসতভিটার জমি নিয়ে পৃথক দুই সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্র জানায়, পৌর এলাকার সাতপোয়া গ্রামের মজিবর রহমানের ছেলে আতাউর রহমান বাদশা (৪৫) ও মৃত আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেনের (৪০) মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আতাউর রহমান বাদশা (৪৫), মমতাজ বেগম (৪৮), মঞ্জুয়ারা (৪২), মর্জিনা (৪০), আব্দুল কাদের (৬০), আলম মিয়া (৩৫), সেলিমসহ (৩২) ১৫ জন আহত হয়।
অপরদিকে বসতভিটায় সীমানার বেড়া দেওয়াকে কেন্দ্র করে রোববার সকালে ডোয়াইল ইউনিয়নের গ্রামনিখাইয়ে মৃত সৈয়দ আলী সরকারের ছেলে লুৎফর রহমান (৫৫) ও মৃত বসির উদ্দিনের ছেলে তোতা মিয়ার (৫২) মধ্যে সংঘর্ষ হয়। এতে লুৎফর রহমান (৫৫), সালেহা বেগম (৪৫), শিমুল মিয়া (৩০), মুরাদ (২৫), তোতা মিয়া (৫২), মিনহাজসহ (২৫) অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় হাসপাতাল থেকে তোতা মিয়াকে আটক করেছে পুলিশ।