খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: তাপস কুমার, নাটোর: পবিত্র রমজানে স্থানীয় বাজারে চিনির দাম স্থিতিশীল রাখতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারী, কর্মকর্তারা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে চিনিকলের চিনি প্যাকেটজাত করছেন এবং চিনিকলের নিজস্ব ট্রাকে করে এলাকার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের মাঝে চিনি বিক্রি করছেন। সোমবার উপজেলার গোপালপুর বাজারের কড়ইতলাই মানুষ লাইন ধরে চিনিকলের ভ্রাম্যমাণ দোকান থেকে ৫২ টাকা কেজি দরে প্রত্যেককে ২ কেজি করে চিনি নিতে দেখা গেছে।
চিনিকল সূত্রে জানাগেছে, সোমবার লালপুরে ২ মে:টন চিনি বিক্রি করা হয়। প্রতিদিন শ্রমিক-কর্মচারী, কর্মকর্তাদের স্বেচ্ছা শ্রমে ৪/৫ টন করে চিনি প্যাকেটজাতকরণ হচ্ছে। র্থ বেঙ্গল সুগার মিলের চিনি বর্তমানে ট্রাকে করে ঢাকার গুরুত্বপূর্ণ মোড় সমুহেও বিক্রি করা হচ্ছে বলে জানান চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ। ল্লেখ্য খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৫৮থেকে ৬০টাকা দরে বিক্রি হচ্ছে।