Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: ২০১৫ সালে বিশ্বব্যাপী ৬ কোটি ৫৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটি একটি নতুন রেকর্ড বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ কথা জানিয়ে বলেছে, এসব মানুষের অধিকাংশই যুদ্ধ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, কিন্তু সামনে পেয়েছে শুধু বাধার দেওয়াল।
কঠোর আইন ও বিদেশি ভীতিই অধিকাংশ ক্ষেত্রে এসব হতভাগ্য মানুষের ক্ষেত্রে ‘বাধার দেওয়াল’ হিসেবে কাজ করেছে বলে মন্তব্য ইউএনএইচসিআর-এর।
২০ জুন, সোমবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ইউএনএইচসিআর-এর ‘গ্লোবাল ট্রেন্ডস’ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পেয়েছে।
বাস্তুচ্যুত মানুষের এই সংখ্যা বলছে, বর্তমান বিশ্বে প্রতি ১১৩ জন মানুষের মধ্যে একজন হয় শরণার্থী অথবা নিজে দেশের ভিতরেই বাস্তুচ্যুত হয়ে আছেন।
পাঁচ বছরে বিশ্বব্যাপী এ ধরনের মানুষের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। ২০১৪ সালে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৫ কোটি ৯৫ লাখ।
সম্প্রতি বাস্তুচ্যুত মানুষের এ সংখ্যা বৃদ্ধির পেছনে আছে সিরিয়া, আফগানিস্তান, বুরুন্ডি এবং দক্ষিণ সুদানে চলা গৃহযুদ্ধ। বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে ২ কোটি ১৩ লাখ শরণার্থী। এদের অর্ধেক শিশু।
এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, “শরণার্থী ও অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের তীরে এসে হাজির হচ্ছে। তারা যে বার্তা নিয়ে এসেছে তা হল, সমাধান না করে সমস্যা যদি ফেলে রাখা হয়, তবে সমস্যা আপনার সামনে এসে হাজির হবে।”
তিনি বলেন, “এটি খুবই বেদনাদায়ক যে এ বিষয়টি অনুধাবন করতে ধনী দেশগুলোর নাগরিকদের এত দীর্ঘ সময় লেগে গেল। আমাদের দরকার পদক্ষেপ, সংঘাত বন্ধ করার রাজনৈতিক পদক্ষেপ। শরণার্থীর স্রোত বন্ধ করতে এটিই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ।”