খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: রাজশাহীর পুঠিয়া উপরজলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমোদন বিহীন রং ফর্সাকারী ক্রিম তৈরির কাঁচামালসহ ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্যাদি উদ্ধার ও জব্দ করে ধ্বংস করেছে। এলাকা সুত্রে জানাগেছে, গতকাল সোমবার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের নির্দেশক্রমে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ প্রবণতা প্রতিরোধকল্পের পুঠিয়া উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশ ও বিএসটিআই রাজশাহী উপস্থিত থেকে পুঠিয়া উপজেলার বিহারিপাড়া ও বানেশ্বর এলাকার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বিহারী পাড়া গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে অনুমোদন বিহীন রঙ ফর্সাকারী ক্রিম বানানোর কাঁচামালসহ ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্যাদি ওজন আনুমানিক ৫০ কেজি উদ্ধার ও জব্দ করে। এ সময় এগুলো বিনষ্টযোগ্য হওয়ায় তা বিনষ্ট করে ফেলেন ভ্রাম্যমান আদালত। এরপর বানেশ্বর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সঠিক পরিমাপে বিক্রয় হচ্ছে কিনা, প্রমিত বাটখারা ও দাড়িপাল্লা ব্যবহার করা হচ্ছে কিনা, বাজার দর সঠিক আছে কিনা সে বিষয়ে মোবাইল কোর্ট পর্যবেক্ষণে নামে ভ্রাম্যমান আদালত। এ সময় কিছু অনিয়ম পেয়ে মোবাইল কোর্ট অনিয়মকারীদের সতর্ক করেন। এবং রমজান মাসে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ জানান।