Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

S-A-Malekখোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেছেন, বিএনপি-জামায়াত জোট জঙ্গীবাদকে উসকে দিচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে উসকানিদাতা সকল অপশক্তিকে নির্মূল করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে।

আজ সন্ধ্যায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক ইফতার মাহফিলে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ এ ইফতার মাহফিলের আয়োজন করে।

এতে আরো বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ. এ কে এম নূউন নবী, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফায়েকুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মিজান, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক, সংবিধান প্রনেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ব্যারিস্টার তানিয়া আমীর, বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগরের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম প্রমুখ।

ডা. মালেক আরো বলেন, সকল অশুভ শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাও গড়ে তুলবো।

ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, ইসলামের নামে আজ যুব সমাজ ভুল ও অন্যায় পথে পরিচালিত হচ্ছে। কিন্তু ইসলামে জঙ্গী ও সন্ত্রাসের কোন স্থান নেই। মানুষ হত্যা করে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা যায় না।

তিনি বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। মানুষ হত্যাকে ইসলাম সমর্থন করে না। দুনিয়ায় ভাল কাজ করার মাধ্যমেই ইসলামের প্রকৃত বাণী প্রচার করা সম্ভব।