Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়রখোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
এর ফলে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন মন্ত্রী হিসেবে এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রী হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করবেন।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বিষয়টি জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই মর্যাদা বৃদ্ধি করা হয়।