খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সমাজে সকল প্রকার অস্থিরতা, সন্ত্রাস ও জঙ্গি কার্যকলাপের কুফল সম্পর্কে অবহিত মসজিদ ভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন ৫৫ হাজার ১৮০টি মসজিদের ইমামদের মাধ্য্যমে এবং সারাদেশের অন্যান্য মসজিদের ইমামদের মাধ্যমে খুতবার পূর্বের বক্তব্যে নিয়মিত সামাজিক, অস্থিরতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা করা হয়। সারাদেশের বিভাগ-জেলা-উপজেলা পর্যায়ে সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী প্রচারণার জন্য সভা-সেমিনার অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী বলেন, জঙ্গিবাদ বিরোধী প্রচারণার জন্য একটি প্রকল্পের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা জোরদার করা সম্ভব হবে। ইমাম প্রশিক্ষণ একাডেমীর ইমামদের মাধ্যমে নিয়মিত সামাজিক অস্থিরতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণার কার্যক্রম অব্যাহত রয়েছে।