Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের নেওয়া উদ্যোগ সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিষয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে রানা দাশগুপ্ত এ অভিযোগ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর বলেন, ‘এখনো সন্তুষ্ট হওয়ার মতো কোনো অবস্থা আমাদের কাছে মনে হয়নি। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সামগ্রিক সমস্যা বিবেচনায় যথাযথ কার্যকর উদ্যোগ গ্রহণ করুক। আমরা দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।’
রানা দাশগুপ্ত বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে তারা গভীর উদ্বেগ ও হতাশার মধ্যে আছেন। এর বাস্তবায়ন না হওয়ার জন্য একটি বিশেষ মহলের ষড়যন্ত্রকে দায়ী করেছেন তিনি।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল অবশ্য এর জন্য দায়ী করেছেন সরকারের আমলাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ নিয়ে তিনি বলেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রী যে সদিচ্ছা সেটাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে, তাঁকে রীতিমতো অমান্য করা হচ্ছে এবং করছে কারা? সেই সরকারেরই নিয়োজিত আমলারা। আমাদের দুঃখের সঙ্গে বলতে হয়, মন্ত্রী মহোদয়ও কিছু ভূমিকা রেখেছেন।’