খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চতুর্থ আসরের জন্য এক লাখ ১০ হাজার ডলার দিয়ে সাকিব আল হাসানকে দলে নিয়েছেন আসরের অন্যতম শক্তিশালী দল জ্যামাইকা তালাওয়াহস। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (২৬ জুন) জ্যামাইকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় সিপিএলের প্রথম আসরের পর আর খেলা হয়নি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। তবে এবার তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া দেয় বিসিবি।
জানা গেছে, ২৬ জুন এমিরেটসের একটি যাত্রায় রাত ৮টায় ঢাকা ত্যাগ করবেন সাকিব।
উল্লেখ্য, চলতি আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে বাঁ-হাতি এই অলরাউন্ডারের দলে আছেন কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও ক্রিস গেইলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।