Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: তিনি ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। দীর্ঘদিন এই স্থানটি দখল করে আছেন। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে এবার বোলারদের বিভাগে শীর্ষ চারে উঠে এসেছেন সাকিব আল হাসান। এই বিভাগে বাংলাদেশ অধিনায়ক পেসার মাশরাফি বিন মুর্তজা ষোলো নম্বরে।
এ ছাড়া বাংলাদেশের বাঁহাতি স্পিনার আরাফাত সানি ৪৩ ও রুবেল হোসেন রয়েছেন ৪৪ নম্বরে। সর্বশেষ প্রকাশিত এই তালিকায় হালের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান রয়েছেন ৪৬ নম্বরে।
ওয়ানডের ব্যাটিংয়ে এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি রয়েছেন দুইয়ে।
বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১৯ নম্বরে রয়েছেন। এ ছাড়া ওপেনার সৌম্য সরকার ২০, বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ২৪ ও সাকিব ৩০তম স্থানে রয়েছেন।
পঞ্চাশের মধ্যে রয়েছেন বাংলাদেশের আরো দুই ব্যাটসম্যান। নাসির হোসেন ৪২তম ও মাহমুদউল্লাহ ৪৯তম। আর ৮৯তম তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান।