খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও এনজিও সেলের আয়োজনে নারী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব পালনে সমস্যা সমূহ চিহ্নিতকরণ বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও এনজিও সেলের আয়োজনে হাজিপাড়া জিডিআরসি কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও মানবকল্যান পরিষদের পরিচালক রবিউল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সহ-সভাপতি শাহিন ফেরদৌস, সাংবাদিক মনসুর আলী, মহিলা কাউন্সিলর দ্রৌপদি দেবি আগরওয়ালা, এনজিও সেলের কর্মকর্তা সিনিগ্ধা রানী প্রমূখ। আলোচনা সভায় নবনির্বাচিত নারী প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কে আলোচনা করা হয়। তাদের সমস্যা গুলো সমাধানের জন্য সকল সাংবাদিকরা এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।