খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যায় ইসলামী ছাত্রশিবির জড়িত বলে দাবি করেছে পুলিশ।
সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে গ্রেপ্তার এনামুল হক নামের (২৪) নামে শিবিরের এক নেতা পুরোহিত হত্যার দায় স্বীকার করেছেন বলে ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানিয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তার এনামুল ঝিনাইদহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছাত্রশিবিরের সেক্রেটারি। তিনি সদর উপজেলার আড়মুখ গ্রামের ফজলুল হক জোয়ারদারের ছেলে।
পুলিশ কর্মকর্তা আলতাফ বলেন, “সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে এনামুল গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকালে অতিরিক্ত প্রধান মুখ বিচারিক হাকিম ফাহমিদা জাহাঙ্গীরের আদালতে এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।”
“ছাত্রশিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্তে পুরোহিত আনন্দ গোপালকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে ছাত্রশিবিরের সাতজন জড়িত বলে এনামুল জানিয়েছেন,” বলেন পুলিশ সুপার।
গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলায় গ্রামের মেঠোপথে আনন্দ গোপাল গাঙ্গুলিকে গলা কেটে হত্যা করে মোটরসাইকেলে আসা তিন যুবক।
পরদিন তার ছেলে অরুণ গোপাল গাঙ্গুলি ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন।