Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল কবীরকে জেরা অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর-উদ্দিনের আদালতে জেরার জন্য দিন নির্ধারণ ছিল।
জেরার কার্যক্রম শেষ না হওয়ায় বিচারক আগামী ২৭ ও ২৮ জুন জেরার জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন।
আজ সকালে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি সাবেক পুলিশ কর্মকর্তা আবদুর রশিদের আইনজীবী আব্দুস সোবহান তরফদার। এ নিয়ে এ মামলায় ২২৪তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে।
মামলায় খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার আবদুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।
অন্যদিকে, সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৫ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক রয়েছেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।