খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার মামলা বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এ নির্দেশ দেন।
গত ৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুজ্জামান খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সফু, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল। এ মামলায় আমানউল্লাহ আমান হাইকোর্ট থেকে জামিনে আছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ ফেব্র“য়ারি রাজধানীর দারুস সালাম থানাধীন দিয়াবাড়ীতে নিউ ঢাকা লিংক নামের বাসে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ঘটনায় দারুস সালাম থানার এসআই কামরুল হাসান বাদী হয়ে মামলা করেন।