খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: বিশ্ব ডোপ বিরোধী এজেন্সি (ওয়াডা) প্রধান ক্রেইগ রিডির এক হাত নিলেন মারিয়া শারাপোভার আইনজীবী জন হ্যাগার্তি। শারাপোভার বার্ষিক আয় নিয়ে ‘বাজে’ মন্তব্য করায় তিনি তাকে শারাপোভার কাছে ক্ষমা চাইতে বললেন।
লন্ডনে আয়োজিত ওয়াডার এক সিম্পোজিয়ামে রিডি বলেন, তার প্রতিষ্ঠানের (ওয়াডা) বার্ষিক বাজেট ৩০ মিলিয়ন মার্কিন ডলার (২৬.৫ মিলিয়ন ইউরো)। যা শারাপোভার একার বার্ষিক আয়ের চেয়ে কম। ওয়াডা প্রধানের এমন মন্তব্যেই বেধেছে বিপত্তি। শারাপোভার আইনজীবী হ্যাগার্তি মনে করেন, এটা একজন ক্রীড়াবিদের আয় নিয়ে ‘কটুক্তি’। তার বক্তব্যের প্রতিবাদ করে শারপোভার আইনজীবী এক বিবৃতিতে বলেন, ‘ওয়াডা সভাপতির এই ধরণের বক্তব্য সম্পূর্ণ অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে। আইনের চোখে সবাই সমান। সেখানে একজন খেলোয়াড়ের আয় নিয়ে এই ধরনের মন্তব্য কোনভাবেই কাম্য নয়।
এই ধরনের মন্তব্যের জন্য রিডিকে অবশ্যই মারিয়া ও অন্যান্য সকল সফল টেনিস খেলোয়াড়ের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
গত মার্চে ডোপ টেস্টে ধরা পড়ায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন শারাপোভাকে দুই বছরের সব ধরনের টেনিস থেকে নিষিদ্ধ করেছে। ২৯ বছর বয়সী রাশিয়ান টেনিস সুন্দরী এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়া জগেতর সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব আরবিট্রেশনে ফর স্পোর্টস’-এ আবেদন করেছেন।