খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বুধবার (২২ জুন)সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথমদিনে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে ১ জুলাইয়ে যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।
কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সীতাংশু চক্রবর্তী জানান, রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট কালোবাজারি রোধে স্টেশনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রহরায় রয়েছে। এছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, আগামি ২ জুলাই যাত্রার টিকিট ২৩ জুন, ৩ জুলাই যাত্রার টিকিট ২৪ জুন, ৪ জুলাই যাত্রার টিকিট ২৫ জুন এবং ৫ জুলাই যাত্রার টিকিট ২৬ জুন বিক্রি করা হবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেওয়া হবে এবং বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।
ঈদ-ফেরত যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ৪ জুলাই থেকে টিকেট বিক্রি শুরু করবে।
এদিকে ঈদে ঘরমুখী যাত্রীদের বাস ও কোচে যাত্রার টিকেট রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, কল্যাণপুর, ফকিরাপুল, রাজারবাগসহ বিভিন্ন বাস কাউন্টারে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।