খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার : শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্ততি মামলায় মৌলভীবাজার সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার আছদ্দর মিয়ার পুত্র শিপন মিয়া (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমানের নেত্রীত্বে এস আই শামসুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার ভোর রাতে ৩নং ব্রীজর কাছের একটি চায়ের স্টল থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিপন এর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজারে বিভিন্ন থানাতে একাধিক মামলা রয়েছে । আজ ২১ জুন মঙ্গলবার দুপুরে শিপন মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।