খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: এখন পর্যন্ত পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বি আরটিএ) মোবাইল কোর্ট পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী জানান, পদ্মা সেতুর ১৪ নম্বর পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। চলতি বর্ষায় পদ্মা সেতুর কাজের কোনো বিঘœ ঘটবে না।
মন্ত্রী বলেন, ‘একটি মোটরসাইকেলে একত্রে তিনজন উঠবেন না। মোটরসাইকেল চালকদের দুর্ঘটনা এড়াতে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে।’
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। এ ছাড়া বিভিন্ন যানবাহনকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।