খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: রোজার ঈদকে সামনে রেখে শবে কদরের পরদিন আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করেছেন।
এর আদেশ জারির প্রক্রিয়া চলছে বলে বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
তবে তিনি সেইসঙ্গে বলেন, “আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা হওয়ায় আগামী ১৬ জুলাই শনিবার সরকারি চাকুরেদের অফিস করতে হবে।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
৬ জুলাই ঈদ ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শব-ই কদরের ছুটি।
ঈদের আগে শুধু শব-ই কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল।
রোজার ঈদের আগে সরকারি চাকুরেদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। আর ৩ জুলাই ৭ জুলাই ঈদের ছুটি। এর পরের দুই দিন শুক্র-শনিবারের বন্ধ।
অর্থাৎ, ঈদের পর আগামী ১০ জুলাই প্রথম অফিস করবেন বাংলাদেশের ১৩ লাখ সরকারি চাকুরে।