খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্বে আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আবাহনী লিমিটেডের অধিনায়ক তামিম ইকবাল।
নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
বুধবার বিসিবি সূত্র তামিমের শাস্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে।
গত ১২ জুন বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনী ও প্রাইম দোলেশ্বরের ম্যাচে তামিমের বিরুদ্ধে বাজে আচরণের অভিযোগ তুলে মাঠ ছাড়েন দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদ।
জানা গেছে, দোলেশ্বর ইনিংসের ১৫.৪ ওভারে সাকলাইন সজীবের বলে রকিবুল হাসানের বিপক্ষে স্ট্যাম্পিংয়ের একটি জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার গাজী সোহেল। এতে আবাহনীর খেলোয়াড়রা প্রতিবাদ করেন।
এসময় তামিম আম্পায়ারকে কটূ কথা বলেন বলে অভিযোগ উঠে। দুই আম্পায়ার পরে ম্যাচ রেফারি মন্টু দত্তের সঙ্গে কথা বলে মাঠ ছেড়ে চলে যান।