খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: আব্দুস সালাম, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহর ঘেষা উত্তর ইসলামপুরের কালীদাশ নদীর তীরে রাতের আধারে বালু ভরাট করছে স্থানীয় প্রভাবশালী চক্র।কালের বিবর্তনে ভূমিদস্যুদের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে এক কালের ঐতিহ্যবাহী নদীটি । এক সময় দূর- দূরান্তে যাতায়াতের উপযুক্ত নদী পথ ছিল ।বিভিন্ন দখলদারদের কারনে এখন মরা খালে পরিনত হয়েছে । নদীটি উত্তর দিকে হাটলক্ষীগঞ্জ হয়ে ধলেশ্বরী নদীতে মিশেছে । অপরদিকে দক্ষিন দিকে রমজানবেগ, চরমশুরা গ্রাম হয়ে মেঘনা নদীতে মিশেছে । সরেজমিনে উত্তর ইসলামপুরের ফরাজীবাড়ীর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী সেন্টু মিয়া নদীর পাড়ে বাঁশের বেঁড়া দিয়ে ড্রেজার দিয়ে বালু ফেলে জায়গা ভরাট করছে রাতের আধারে। প্রশাসন একাধিকবার বালু ভরাট করতে নিষেধ করলেও প্রভাবশালী চক্র তা আমলে নিচ্ছে না। তাছাড়া এ নদীটির বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দখলদারা নদীটিকে পুরোপুরিভাবে গ্রাস করার লক্ষে যে যেভাবে পারছে ভরাট করে মালিকানায় পরিনত করছেন । নাম প্রকাশ না করার শর্তে একজন এলাকাবাসী জানান, ছোট বেলা থেকে শুনে আসছি এটা কালীদাস নদী । এটা ধলেশ্বরী নদীর একটি শাখা নদী এটা আগে অনেক চওড়া ছিল এখন আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে ।
এ ব্যাপারে বালুভরাটকারী সেন্টু মিয়ার সাথে ফোন আলাপকালে তিনি জানান, এটা আমাদের পৈত্রিক সম্পত্তি তাই বালু দিয়ে ভরাট করতেছি। এখানে আমাদের পৈত্রিক জমি ছিল পূর্বে এক সময় নদীতে ভেঙ্গে গিয়ে নদীগর্ভে বিলীন হয় । এখন চর পরেছে তাই আমরা আস্তে আস্তে বালু দিয়ে ভরাট করিতেছি ।
এ ব্যাপারে সহকারী কমিমনার ভূমি অফিসার সাইদুজ্জামান বলেন, আমরা একাধিকবার দখলদারদের বালু ভরাট করতে নিষেধ করেছি। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু ভরাট করে এমন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।