Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন নির্ধারণ ছিল ছিল। কিন্ত মামলার তদন্ত প্রতিবেদন না আসায় ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু নতুন করে এ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় গত বছরের ৭ আগস্ট দুপুর ১টার দিকে ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসাভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা তদন্ত করছেন।