খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। সাবেক এই অধিনায়ক এর আগে নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিন সদস্যের নির্বাচক প্যানেল পুনর্গঠনের কথা জানান বিসিবি প্রধান নাজমুল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া দুই স্তরে নেওয়ায় এর প্রতিবাদ করে পদত্যাগ করার কথা জানান সে সময়ের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
নির্বাচক প্যানেলে মিনহাজুলের সঙ্গী হবেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। গত ১৯ জুন বোর্ডের সর্বশেষ সভায় তাকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে মহিলা ক্রিকেট দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
নির্বাচক প্যানেলের আরেক সদস্য হলেন সাজ্জাদ আহমেদ শিপন।