Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬: আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী প্রথমে নিজে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করেন ও বেলুন উড়িয়ে দেন। সেখান থেকে তিনি বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান ও বেশ কিছু সময় অতিবাহিত করেন। প্রধানমন্ত্রী ধানমন্ডির কর্মসূচি শেষে বেরিয়ে গেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
এদিকে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। সম্প্রতি গুপ্তহত্যার প্রসঙ্গে তিনি বলেন, সরকার সন্ত্রাস, জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স। এগুলো নির্মূল করা হবে। খালেদা জিয়া হতাশ হয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।