খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬: ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে এবং অ্যাঙ্কেলের চোট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরেছিলেন তিনি। এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় ৯ জুন। মাঝখানে দুই সপ্তাহ পর আজ বৃহস্পতিবার প্রথম নেটে বোলিং করলেন তিনি।
এত দিন শুধু জিম-রানিং করেই সময় কেটেছিল মুস্তাফিজের। দীর্ঘদিন পর প্রথম বোলিং করলেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নেটে ছয় ওভার বল করেছেন। অবশ্য এখনো পুরোপুরি সেরে উঠেননি তিনি, কিছুটা থেমে থেমে বল করছেন তিনি।
এখনো পুরোপুরি সেরে না উঠলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে কাটার মাস্টারের। এই প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘মুস্তাফিজের উন্নতিটা ধীরে ধীরে হচ্ছে। গত দুই সপ্তাহে প্রায় ষাট ভাগ উন্নতি হয়েছে তাঁর। পুরোপুরি সেরে উঠতে আরো দুই সপ্তহ সময় লেগে যেতে পারে।’
ট্রেনার মারিও ভিল্লাভারায়ান ও ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এখনো তাঁদেরই পর্যবেক্ষণে থাকবেন তিনি।