খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬: ক্রিকেট বিশ্বে সাম্প্রতিক সময়ে আলোচিত এক নাম বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। দেশের মাটিতে ভারত বধের নায়ক তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়েও তার ভূমিকা ছিল।
কিছুদিন আগে ভারতের মাটিতে টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইপিএলে বল হাতে ঝড় তুলেছিলেন। ভারতের মাটিতে তার ভক্ত সংখ্যা কম নয়।
কিন্তু সেই মুস্তাফিজকে নাকি চেনেনই না কলকাতার নায়িকা শ্রাবন্তী।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’র পোস্টার উন্মোচন করতে ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। বুধবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নায়িকা।
তার কাছে জানতে চাওয়া হয়েছিল, মুস্তাফিজকে চেনেন? এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, মুস্তাফিজ যেন কে?
মুস্তাফিজকে না চিনলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চেনেন বলে জানিয়েছেন শ্রাবন্তী।