Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬: বেশ কয়েক দিন ধরেই ভারতের প্রধান কোচ হিসেবে অনিল কুম্বলের নাম জোরালো ভাবে উচ্চারিত হয়ে আসছিল। অবশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সাবেক স্পিনার কুম্বলেকে ধোনি-কোহলিদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ভারতের প্রধান কোচ হিসেবে কুম্বলের নাম ঘোষণা করেন।
বিসিসিআই এক বছরের জন্য কুম্বলেকে ধোনি-কোহলিদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। জুলাই-আগস্টে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে শিগগিরই দলের দায়িত্ব নেবেন এই সাবেক লেগ-স্পিনার। ক্যারিবিয়ান সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কোহলির নেতৃত্বাধীন ভারত।
ধর্মশালায় বিসিসিআই সভাপতি প্রধান কোচ হিসেবে কুম্বলের নাম ঘোষণা করে বলেন, ‘এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া ছিল। সকল পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে আমরা সেরা ব্যক্তিকেই বেছে নিয়েছি।’
ভারতীয় কোচ হওয়ার দৌড়ে কুম্বলে ও রবি শাস্ত্রী অন্যদের তুলনায় বেশ এগিয়ে ছিলেন। এই দুজনের মধ্যে কুম্বলেই কিছুটা এগিয়ে ছিলেন। অন্যদিকে ভারতের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করায় ধোনি-কোহলিদের সঙ্গে শাস্ত্রীর দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল। ফলে তিনিও ভালোভাবেই দৌড়ে টিকে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কুম্বলেকেই বেছে নিলো বিসিসিআই।
এর আগে সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ে কোচ নিয়োগ দেয়ার জন্য গঠিত তিন সদস্যের উপদেষ্টা কমিটি জানিয়েছে, নতুন কোচ নিয়োগ দেয়ার ক্ষেত্রে টেস্ট অধিনায়ক কোহলির সঙ্গে তারা কোনো ধরনের পরামর্শ করেননি। এই তিনজনের পরামর্শের ভিত্তিতেই কুম্বলেকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই।
প্রসঙ্গত, ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারত জাতীয় দলের হয়ে মাঠ মাতান লেগ-স্পিনার অনিল কুম্বলে। ১৩২টি টেস্ট, ২৭১টি ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৬১৯, ৩৩৭ উইকেট নেন তিনি। ১৯৯৯ সালে ঘরের মাঠ কোটলাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে বিরল উইকেট লাভ করেন ভারতের এই কিংবদন্তি স্পিনার।