Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬: ইউরোপিয়ান ইউনিয়নে বৃটেনের থাকা কিংবা না থাকা গণভোটের প্রাক্বালে জার্মানির একটি পত্রিকা এক অদ্ভুত প্রস্তাব দিয়েছে। জার্মানির প্রভাবশালী ট্যাবলয়েড বিল্ড-এর প্রচ্ছদে বৃটিশ ভোটারদের উদ্দেশ্যে বলা হয়েছে, ইইউ’তে রয়ে গেলে, ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে বৃটিশ স্ট্রাইকার জিওফ হার্স্টের ম্যাচজয়ী বিতর্কিত গোলটি মেনে নেবে তারা! এ খবর দিয়েছে বৃটিশ দৈনিক মিরর।
৬৬ পি১উল্লেখ্য, ৬৬ বিশ্বকাপের ফাইনালে জার্মানি ও বৃটেনের ম্যাচটি নির্ধারিত সময়ে ফয়সালা হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে হার্স্টের গোলে পশ্চিম জার্মানিকে হারায় বৃটেন। হার্স্টের করা শটে বল ক্রসবারে লাগে এবং গোললাইনের ওপরে পড়ে। কিন্তু ম্যাচ কর্মকর্তারা বিতর্কিতভাবে একে গোল হিসেবে ঘোষনা করেন। তখন থেকে আজ পর্যন্ত জার্মানি ওই গোল মেনে নেয়নি। এমনকি এখনও জার্মানি অবস্থান পাল্টায়নি।
কিন্তু অবশেষে বিল্ড পত্রিকা এ ঐতিহাসিক বিতর্কে পরাজয় মানতে সম্মত হয়েছে, কিন্তু একটি ‘যদি’র বিনিময়ে। অর্থাৎ, বৃটিশরা যদি আজ ইইউতে থেকে যাওয়ার পক্ষে ভোট দেয়, তবেই ওইদিনের গোল মেনে নেবে জার্মানি।
ইইউ’তে থাকা বা না থাকার ব্যাপারে বৃটেনের এ গণভোট নিয়েই বৃহ¯পতিবার নিজেদের প্রচ্ছদ করেছিল বিল্ড। প্রচ্ছদের প্রধান শিরোনামেই ছিল বৃটিশদের প্রতি প্রতিশ্র“তি: ‘যদি বৃটেন ইইউ’তে রয়ে যায়, তবে মেনে নেব হার্স্টের গোল আসলেই গোললাইন অতিক্রম করেছিল।’
শুধু তাই নয়, আরও অনেক প্রতিশ্র“তি দিয়েছে বিল্ড। এগুলোর একটি অপরটির চেয়ে কম হাস্যরসাত্মক নয়! যেমন, ইইউতে বৃটেন রয়ে গেলে, পত্রিকাটির দাবি, জার্মানরা বিদেশে রৌদ্রস্নানের আসন তোয়ালে দিয়ে রিজার্ভ করে রাখবে না! এমনকি বৃটেনের প্রিন্স অব ওয়েলসের কান নিয়ে আর কৌতুক করবে না! ভবিষ্যতের প্রত্যেকটি জেমস বন্ড ফিল্মে ভিলেনের চরিত্রে থাকতেও জার্মানরা একপায়ে খাড়া থাকবে। শুধু তাই নয়! বৃটেনের রানির মুকুট পাহারা দেয়ার দায়িত্বও নেবেন জার্মান ফুটবল কোচ জোয়াকিম লো!