Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

SADEKUL Photoখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬: নওগাঁ : নওগাঁর মহাদেপুরে সাদেকুল ইসলাম (সাধু) (৪০) নামের এক যুবক নিখোজের ৩দিন অতিবাহিত হলেও কোন সন্ধান মেলেনি। সে উপজেলার কৃষ্ণগোপালপুর গ্রামের আব্দুর রহিম মন্ডলের ছেলে। তাকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশার মধ্য দিয়ে দিনাতিপাত করছে সাদেকুলের পরিবার।
সাদেকুলের স্ত্রী আনছারী জানায়, আমার স্বামী শারীব এগ্রোভেট লিঃ সংস্থায় ১ বছর যাবৎ চাকুরীরত ছিলেন। সে ২১ জুন সকাল ৮.০০ টার দিকে শারীব এগ্রোভিট কোম্পানি লিঃ এর জরুরী মিটিংয়ে অংশ গ্রহনের জন্য বগুড়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ওই দিন সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমাদের চার বছরের শিশু সিফাত রয়েছে। নিখোজ হওয়ার সময় তার নিকট ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা, পরনে ছিল শার্ট ও ফুল প্যান্ট।
থানায় ডায়েরী করে ৩ (তিন) দিন অতিবাহিত হতে চললেও নিখোজ সাদেকুলের কোন সন্ধান পাইনি। ছেলে সন্ধান না পেয়ে আমার পরিবার চরম দুশ্চিন্তা ও হতাশার মধ্যে আছেন বলে জানান আব্দুর রহিম মন্ডল।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা জানান তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোজা খোজি করে অবশেষে গত ২২/০৬/২০১৬ ইং তারিখে নিখোঁজ সাদেকুলের বাবা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ।