খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬: নওগাঁ : “টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফেষ্টুন উড়ানো, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউজ থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন ও আমিরুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট আ.ত.ম আব্দুল¬াহেল বাকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা: একেএম মোজাহার হোসেন বুলবুল, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ এসএম জিল¬ুর রহমান, জেলা কৃষি কর্মকর্তা সত্যব্রত সাহা সহ সরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁ জেলায় সরকারি পর্যায়ে অবস্থিত বিভিন্ন অফিসের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে প্রেজেনস্টেশনের মাধ্যমে আলোচনা করা হয়।