খোলা বাজার২৪, শুক্রবার, ২৪ জুন ২০১৬: পূজা উদযাপন কমিটির সহসভাপতি যশোদা জীবন দেবনাথকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় তিনি ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করেন, মোবাইল ফোনে তার কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জিডিতে তিনি জানান, কয়েকদিন ধরে তাকে কেউ অনুসরণ করছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দিনগত রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হেলালউদ্দিন জানান, জশোদা জীবন বুধবার একটি জিডি করেছেন। তদন্ত শুরু হয়েছে। নম্বরটি এরইমধ্যে সংশ্লিষ্ট কোম্পানির কাছে পাঠানো হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা করেছে পুলিশ।