Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪, শুক্রবার, ২৪ জুন ২০১৬: সবার জন্য ইন্টারনেট’ এই স্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে এগিয়ে নিতে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে মোবাইল ফোন সেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন বাজারে নিয়ে এলো সাশ্রয়ী দামে লাভা ব্রান্ডের আইরিশ-৫০৫ স্মার্টফোন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানায়।
দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারী ১৩ কোটি ২০ লাখের মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২৩ শতাংশ, এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ গ্রহণ করেছে।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘এটা শুধু মানুষের জীবনমান উন্নয়নে সহায়তাই করবে না, দীর্ঘমেয়াদীভাবে এটা ডিজিটাল লক্ষ্যে পৌঁছাতে এগিয়ে নিবে।’
তিনি বলেন, হ্যান্ডসেটটি এখন অনেক মানুষকে ডিজিটালি যুক্ত থাকতে সহায়তা করবে।
গ্রামীণফোন জানায়, লাভা আইরিশ-৫০৫ স্মার্টফোনটিতে ফটো ও সেলফি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটিতে সুন্দর ছবি তুলতে ফেসবিউটি, প্যানারোমা এবং স্মাইল শট নামের তিনটি মোড রয়েছে।
পাশাপাশি, স্মার্টফোনটিতে ডব্লিউভিজিএ ৪ ইঞ্চি স্ক্রিন রয়েছে যাতে ব্যবহারকারী ভিডিও, ছবি ও গ্যাম উপভোগ করতে পারবে।
এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে এনড্রয়েড কিটকেট ৪.৪ অপারেটিয় সিস্টেম, ফলে ব্যবহারকারী সহজেই গুগল প্লে স্টোর থেকে এ্যাপ নামিয়ে নিতে পারবে।
স্মার্টফোনটিতে আরো রয়েছে, ১.৩ গিগাহার্টজ ডুয়েলকোর প্রসেসর, ৫১২ মেগাপিক্সেল র‌্যাম এবং ৪ গিগা ইর্ন্টারনাল ম্যামোরি। সেটটিতে রয়েছে এসডি কার্ডের স্লট, যাতে অতিরিক্ত মেমোরি কার্ড যুক্ত করা যাবে। সেটটিতে রয়েছে ১৪০০ এ্যাম্পেয়ার ব্যাটারি।
সেটটিতে আরো রয়েছে থ্রিজি, এজডজ্ এবং ওয়াইফাই ব্যবহারের সুবিধা। একবছরের সার্ভিস ওয়ারেন্টিসহ এর মূল্য ২৯৪৫ টাকা। সেটটি দেশের সব গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাচ্ছে বলে জানানো হয়।