Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে গেছে পুলিশ। তাকে আটক করা হয়েছে বলে পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানালেও দাপ্তরিকভাবে কোন পুলিশ কর্মকর্তা বিষয়টি স্বীকার করেননি।
চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল আক্তারকে শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার খিলগাঁও মেরাদিয়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে নিয়ে যায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
অবশ্য পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, বাবুল আক্তারকে গভীর রাতে শ্বশুর বাড়িতে গাড়ি পাঠিয়ে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও গুলি করে মিতুকে হত্যা করে। এই ঘটনায় চট্টগ্রামসহ সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্ত্রী হত্যাকা-ে বাবুল আক্তার বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।