Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রিটেনের ‘বিচ্ছেদ’ নিয়ে একটি বৈঠকে বসতে যাচ্ছেন। খবর বিবিসি।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লদ ইউঙ্কার বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে তিনি খুব দ্রুতই আলোচনা শুরু করবেন। ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগ পর্যন্ত অপেক্ষা করার কোনো মানেই হয় না।
তিনি জোর দিয়ে বলেন, ‘ইউনিয়নে থাকা বাকি ২৭টি দেশ ইইউকে সামনে নিয়ে যাবে।’
বৃহস্পতিবারের গণভোটে সংখ্যা গরিষ্ঠ (৫২ শতাংশ) ব্রিটিশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাবার পক্ষে রায় দেয়, আর থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ শতাংশ।
গণভোটের ফলাফল নিশ্চিত হবার পর পুরো ইউরোপ জুড়ে দেখা দিয়েছে এর নানামুখী প্রভাব ও প্রতিক্রিয়া।
ডেভিট ক্যামেরনের পদত্যাগের ঘোষণার পর জোর গুঞ্জন তৈরি হয়েছে লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন হতে পারেন ভবিষ্যত প্রধানমন্ত্রী।
ব্রিটেনের এই চলে যাবার সিদ্ধান্তের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে ইউরোপ। ইইউ’র ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য ইইউ’র প্রতিষ্ঠাকালীন ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার এক জরুরি সভায় বসার কথা রয়েছে। তবে এই বৈঠকে ব্রিটেনকে আমন্ত্রণ জানানো হয়নি।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ার অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন ব্রিটেনের প্রতি কোন রিরূপ মনোভাব না রাখেন।
তিনি বলছেন, ব্রিটেনের জনগণের সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে। ব্রিটেন চলে যাওয়ায় তারা দুঃখিত, কিন্তু এটা হতাশার সময় নয়, কারণ এখন সবাই মিলে ইউরোপকে একত্রিত রাখতে হবে।
গণভোটের ফলাফলের পর যে কয়েকটি ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রভাব পড়েছে তার মধ্যে একটি হচ্ছে ব্রিটেনের মুদ্রা। একদিকে পাউন্ডের দাম কমেছে। অন্যদিকে, ব্রিটেনের সরকারি বন্ডগুলোও এখন সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।
ব্রিটেনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ব্রিটিশ গণভোটে উঠে আসা জনগণের মতামতকে তিনি শ্রদ্ধা করেন, এবং যুক্তরাজ্যের সঙ্গে আমেরিকার যে বিশেষ সম্পর্ক রয়েছে তা অটুট থাকবে।