খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার রাতে এই পরাজয়ের ফলে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা। আর ফাইনালে ওঠে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শিরোপার লড়াইয়ে তারা অবতীর্ণ হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
বার্বাডোসে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৯.৫ ওভারে ২৮৫ রান করে অল আউট হয়ে যায়। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৮৫ রানে অল আউট হয়। ফলে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ১০০ রানে।
ড্যারেন ব্র্র্যাভোর দুর্দান্ত ১০২ রান, আর গ্যাব্রিল, নারিনদের ঘাতক বোলিং দক্ষিণ আফ্রিকাকে মাথা তুলতে দেয়নি।
আগামী ২৬ জুন ফাইনাল হবে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।