Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখোলা বাজার২৪, শনিবার, ২৫ জুন ২০১৬: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল গৃহহীনকে পুনর্বাসন করবে। কোন মানুষ গৃহ ছাড়া থাকবে না। গৃহহীনদের শুধু ঘর নয়, আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন ঘটাবে সরকার।

আজ শনিবার দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী বাংলা হিলির পালি বটতলী এলাকায় গুচ্ছগ্রাম-১-এ ৩০টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সারাদেশের গৃহহীনদের জন্য আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম তৈরি করে গৃহহীনদের পুনর্বাসন করছে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাস জমি রয়েছে। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, নিষ্কন্টক খাস জমি যেটুকু আছে আগে দ্রুত সেগুলো বের করুন। খাস জমির সঠিক তথ্য দিতে কেউ গড়িমশি করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্টদের হুশিয়ারি করেন ভূমিমন্ত্রী। মন্ত্রী বলেন, চলতি ২০১৬ সালে অন্তত ৮০০ গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে জমি দিয়ে পুনর্বাসন করা হবে। প্রতিটি গুচ্ছগ্রামে বিদ্যুতের আলো দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের ১ কোটি ১০ লাখ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্থায়ী দারিদ্র্যমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য মন-প্রাণ দিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামি ৩ বছরের মধ্যে দেশের ৫০ হাজার গৃহহীনের আড়াই লাখ দরিদ্র মানুষকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে ৩০টি গৃহহীন পরিবারের ১৫০ জনকে পুনর্বাসন করার মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হলো। গুচ্ছগ্রাম প্রকল্প-২য় পর্যায়ের আওতায় প্রতি গৃহহীন পরিবারের জন্য থাকছে বিনামূল্যে ৩০০ বর্গফুটের ফ্লোর স্পেস বিশিষ্ট আরসিসি পিলারসহ দুই কক্ষের ঘর, নিরাপদ সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন, ৫ রিং বিশিষ্ট স্যানিটারি ল্যাট্রিন ও মাল্টিপারপাস কমিউনিটি হল।

এছাড়া বিআরডিবি’র মাধ্যমে গুচ্ছগ্রামবাসীদের জন্য আয়বর্ধনমূলক কর্মকা-ে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়। চলতি বছর ১০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য ২৫৮ কোটি ২৯ লাখ টাকা অনুমোদন হয়েছে, তবে আগামি ৩ বছরে সরকার আরও ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর ব্যয় ৯৬০ কোটি টাকা ধার্য করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহহীন মানুষগুলো তাদের ঠিকানা খুঁজে পাচ্ছে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন ঘটাতে সক্ষম হচ্ছে।

এ প্রসঙ্গে গুচ্ছগ্রামে ঘর পাওয়া এক গৃহহীন আবদুর রউফ আবেগ কণ্ঠে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন আমাদের ভুখা নাঙ্গা ও ভূমিহীন গৃহহীন না রেখে আশ্রয়ের ব্যবস্থা করার। এখন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে তার পিতার প্রতিশ্রুতির বাস্তবায়ন পাচ্ছি। আমরা পরিবার পরিজন নিয়ে এখন আর ভুখা নাঙ্গা থাকি না। আমাদের আশ্রয় হয়েছে। আমরা সুখে আছি, আনন্দে আছি।

উল্লেখ্য, এ সরকার বিগত ৫ বছরে ৬১ জেলার ২৫৪টি গুচ্ছগ্রাম নির্মাণ করে ১০৭০৩টি পরিবারকে পুনর্বাসন করেছে। গুচ্ছগ্রামবাসীদের প্রশিক্ষণ ও আয়বর্ধক কর্মকা- পরিচালনার জন্য ২৪৭টি মাল্টিপারপাস হল নির্মাণ করা হয়েছে। এছাড়া ২৫৪টি গুচ্ছগ্রামের ১১ হাজার যুবক যুবতিক প্রশিক্ষণ প্রদানসহ বিআরডিবির মাধ্যমে ১১ কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে দিনাজপুর ৬ আসনের এম.পি. শিবলী সাদিক, গুচ্ছগ্রাম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নূরুল আমিন সরকার, আরপিডি এএসএম আবু হোরায়রা, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর পৌর আওয়ামী লীগের সেক্রেটারি হারুনুর রশিদ হারুন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমদাদুল হক চৌধুরী, হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর উপস্থিত ছিলেন।